কলকাতা: গোরু পাচার মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন তৃণমূল নেতা। দ্রুত এই আবেদনের শুনানি হবে।
প্রসঙ্গত, গোরু পাচার মামলায় সিবিআই বারবার তলব করলেও হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। ফের তাঁকে চিঠি পাঠানো হলে ১৪ মার্চ অর্থাৎ এদিন সকাল ১১টায় কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। তবে অনুব্রতর আবেদন নাকচ করে দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন তিনি।