দিনহাটা, ২ নভেম্বরঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ব্যবসা বনধের ডাক দিয়েছে বিজেপি। পাশাপাশি ভেটাগুড়িতে পথ অবরোধ করা হয়। অবরোধের জেরে দিনহাটা কোচবিহার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ।
শুক্রবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙা গ্রাম। জানা গিয়েছে, গতকাল রাতে সেখানে বোমাবাজির পাশাপাশি প্রায় আটটি বাড়িতে ও একটি দোকানে ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হয়েছেন পঞ্চায়েত সদস্যার বাবা সহ দু’জন।
- Advertisement -