কলকাতা: সোমবার জেলায় জেলায় সংগঠনে বড়সড়ো বদল করল তৃণমূল। বিভিন্ন জায়গায় জেলা সভাপতি পদে নতুন মুখ আনা হয়েছে। দার্জিলিংয়ের (Darjeeling) দুটি সাংগঠনিক জেলা কমিটি করেছে তৃণমূল। পাহাড়ের সভাপতি করা হয়েছে রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রিকে। দার্জিলিংয়ের সমতলে সভাপতির দায়িত্বে ছিলেন পাপিয়া ঘোষ। তাঁকেই রাখা হয়েছে। কোচবিহার জেলা সভাপতি পদ থেকে পার্থপ্রতিম রায়কে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে অভিজিৎ দে ভৌমিককে। তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও বদল করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে উজ্জ্বল দে বসাককে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয়েছে মৃণাল সরকারকে।
অন্যদিকে, মুর্শিদাবাদ ও বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক শাওনি সিংহ রায়কে। এর আগে মুর্শিদাবাদ ও বহরমপুর দুটি পৃথক সাংগঠনিক জেলা ছিল। এবার সেটিকে মিশিয়ে দেওয়া হয়েছে। বারাসত সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। এর আগে এই দায়িত্বে ছিলেন বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়। দমদম ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতির নাম পরে ঘোষণা করা হবে। চেয়ারম্যানের দায়িত্বে আগের মতোই রয়েছেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে।
আরও পড়ুন: Partha Chatterjee | ইডির প্রশ্নোত্তর পর্বে কী জানালেন পার্থ চট্টোপাধ্যায়?