উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের সূত্রে ফের একবার সামনে চলে এসেছে তোলাবাজি বিতর্ক। আর এই সূত্রেই ভাইরাল হয়েছে তৃণমূল সাংসদ দোলা সেনের পুরোনো একটি ভিডিও। ২০১৮ সালের যে ভিডিওতে পুরুলিয়ায় তৃণমূল কর্মীসভায় দোলা সেনকে টাকা তুলে ২৫ শতাংশ নিজের কাছে রেখে ৭৫ শতাংশ পার্টি ফান্ডে দিয়ে দিতে বলতে দেখা যাচ্ছে। এই ভিডিও ঘিরে সেই সময় যথেষ্ট বিতর্ক ছড়ায়। পার্থকাণ্ডের আবহে ফের একবার সেই পুরোনো ভিডিওই ভাইরাল হয়েছে। চর্চায় উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময় টাকা তোলার পুরোনো অভিযোগ। এই ফর্মুলা ধরেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা কি পার্থর ভাগের ২৫ শতাংশ না পার্টি ফান্ডের ৭৫ শতাংশ?
যদিও স্বাভাবিকভাবেই এই প্রশ্নের কোনও উত্তর দেয়নি তৃণমূল। দলের তরফে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই উদ্ধার হওয়া টাকার সঙ্গে তৃণমূলের যোগ অস্বীকার করেছেন।