মালবাজার: রবিবার মাল শহরের ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি উদ্যোগে শুভঙ্কর দে (রাজু)-র নেতৃত্বে নিরাপদ দূরত্ব বজায় রেখে কয়েকশো বাসিন্দাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এদিন শুভঙ্করবাবুর জন্মদিন ছিল।
বাজার রোডের হাটখোলাতে বিশ্বনাথ পোদ্দার তাঁর প্রয়াত বাবা-মার স্মৃতির উদ্দেশ্যে শিশু এবং বাসিন্দাদের মধ্যে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। ডামডিম অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সুশীল কুমার প্রসাদের (বাবুয়া ) নেতৃত্বে চাকলা বস্তি, কুমলাই চা বাগান এলাকাতে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ অমরদান বাকলার নেতৃত্বে কুমলাই চা বাগান এলাকাতেই খাদ্যসামগ্রী বিতরণ করে। সিনসিয়ার সিটিজেন অফ শিলিগুড়ি অ্যান্ড আদার অ্যাসোসিয়েশন উদ্যোগে এবং সেবক গ্রাম সমিতির তত্ত্বাবধানে মালবাজারের ত্রাণ বিলি করা হয়েছে। মাল পুরসভা পুরপ্রধান স্বপন সাহার উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিকে রবিবারও মালে পুলিশি ধরপাকড়ের অব্যাহত থাকল। মালখানা ওসি শুভাশীষ চক্রবর্তী বলেন, আমরা রবিবার দুপুর পর্যন্ত লকডাউন উপেক্ষা করার জন্য ১৬ জনকে গ্রেপ্তার করেছি। সাতটি বাইক, স্কুটি আটক করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে টহল এবং অভিযান চালাচ্ছি। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী বলেন, আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে লকডাউন পুরোপুরিভাবে বজায় থাকে।