দিনহাটা: উপনির্বাচনের পর মহামিছিলের মধ্যে দিয়ে দিনহাটায় শক্তি প্রদর্শন করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। শনিবার দিনহাটার শহিদ হেমন্ত বসু কর্নার থেকে মিছিলটি বের হয়। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়, আবদুল জলিল আহমেদ, গৌরীশঙ্কর মাহেশ্বরী সহ অন্যান্যরা। এদিনের মহামিছিল সম্পর্কে বিধায়ক উদয়ন গুহ জানান মূলত কেন্দ্রের তুঘলকি শাসন, পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদেই এদিনের মহামিছিল। ঢাকঢোল নিয়ে মহামিছিলটি দিনহাটা শহর পরিক্রমা করে। তবে এদিন মহামিছিলের জেরে বেশ কিছুক্ষণ দিনহাটা শহর অবরুদ্ধ হয়ে পড়ে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial