কোচবিহার: পাটজাত দ্রব্যকে তুলে ধরতে ‘পাট বাঁচাও, প্লাস্টিক পোড়াও’ স্লোগান তুলল তৃণমূলের কোচবিহার (Coochbehar) জেলা কিষান খেত মজদুর কমিটি। রবিবার কমিটির সদস্যরা কোচবিহার শহরের কাছারি মোড়ে প্লাস্টিক পুড়িয়ে দেন। সেইসঙ্গে তাঁরা হাতে পাট নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কমিটির দাবি, প্রতি কুইন্টাল পাটের দাম ১০ হাজার টাকা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি, প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে।
সংগঠনের কোচবিহার জেলা সভাপতি খোকন মিয়াঁ জানান, এদিন থেকে তাঁদের আন্দোলন শুরু হল। এরপর ব্লক, অঞ্চল ও বুথ স্তরে কেন্দ্রীয় সরকার বিরোধী এই আন্দোলন চলবে। এছাড়াও কৃষিঋণ মকুব, একশো দিনের কাজ সুনিশ্চিতকরণ সহ ছয় দফা দাবি রয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ ড্রাইভারের চাকরি ৩ লক্ষ টাকায়, ফের দুর্নীতির নালিশ এনবিইউয়ে