মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগে শুটআউট! বাইকে করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল (TMC) নেতার। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল, সাফিয়ার শেখ (২৭), ফিরোজ শেখ (২৭) এবং জিএম শেখ ওরফে হান্ডার ( ২৮)। বাড়ি ইসলামপুর থানার মোহনপুর গ্রামে। বুধবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হবে।
রানিনগর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলি মঙ্গলবার ব্যক্তিগত কাজে লালবাগে গিয়েছিলেন। সন্ধে নাগাদ তিনি যখন বাইকে করে লোচনপুরের বাড়িতে ফিরছিলেন সেইসময় গৌরিবাগ-আজমশার এলাকায় দু’জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। জখম অবস্থায় মাটিতে পড়ে যান আলতাব। তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। এদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। কারা, কি উদ্দেশ্যে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতার জেরে খুন কিনা তা খতিয়ে দেখছে মুর্শিদাবাদ থানার পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে ফলের বাজারে আগুন, হাত পুড়ছে সাধারণ মানুষের