কলকাতা: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) গাড়িতে ধাক্কা বাসের। জানা গিয়েছে, হলদিয়া যাওয়ার পথে আচমকা তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি বাস। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন কুণাল।
শুক্রবার হলদিয়ায় কর্মসূচি রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের। সেই কারণে ১০টা নাগাদ হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। শিয়ালদা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা গিয়েছে, একটি বাস অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে কুণাল ঘোষের গাড়িতে ধাক্কা দেয়। সেই সময় গাড়িতেই ছিলেন তিনি। ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ। তবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন কুণাল। পরে যদিও সেই গাড়ি নিয়েই হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেতা।