বারাসাত: বিপুল পরিমাণে গাজা পাচারের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হল এক তৃণমূল নেতার ছেলেসহ দুজন। উদ্ধার হওয়া গাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। রবিবার উত্তর ২৪ পরগনার গোপালনগরের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, গাজা সহ ধৃত যুবক স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধানের ছেলে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, সে একটি ট্রাকে করে বিপুল পরিমাণে গাঁজা পাচার করছে। এই খবরের ভিত্তিতে পুলিশ ট্রাকটিকে আটক করে। একই সঙ্গে ট্রাকের চালক ও উপ-প্রধানের ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে, স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার উত্তর ২৪ পরগনারই অশোক গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সূত্রের খবর, পারিবারিক বচসার জেরে শনিবার রাতে স্ত্রী’র গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়। এদিন সেখানেই মৃত্যু হয় মহিলার।