কলকাতা: দলের বিরুদ্ধে লাগাতার বিতর্কিত মন্তব্যের জের। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, শোকজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তৃণমূলের সংগঠনের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন মদন মিত্র। সেখানে বিধায়কের মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। যদিও গভীর রাতে ফের ফেসবুক লাইভ করে মদন মিত্র জানান, কাউকে আঘাত করতে ওরকম মন্তব্য করেননি তিনি। শোনা যাচ্ছে, লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে এবার কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে তাঁকে। যদিও এই বিষয়ে এখনও মদন মিত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ আসানসোলের পুরভোটে বাবুল ফ্যাক্টর কতটা গুরুত্বপূর্ণ?