মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ পুরনির্বাচনে টিকিট পেতে মরিয়া তৃণমূলের বিভিন্ন স্তরের নেতানেত্রীরা। গত লোকসভা নির্বাচনে মেখলিগঞ্জ পুরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ৬টিতে। গত বিধানসভা নির্বাচনে সেই সংখ্যা কমে দাঁড়ায়। বিজেপি এগিয়ে থাকে ৪টি ওয়ার্ডে। পাশাপাশি সম্প্রতি কলকাতা কর্পোরেশনে বিপুল জয় পায় তৃণমূল। এতেই তৃণমূল মেখলিগঞ্জে ভাল ফলের বিষয়ে নিশ্চিত। তাই পুরসভাতে তৃণমূলের টিকিট পেতে মরিয়া শাসকদলের নেতা-নেত্রীরা। সূত্র মারফত জানা গিয়েছে, রীতিমতো শাসকদলের তরফে প্রার্থীর নামের তালিকা পিকে ও দলের কাছে পাঠানো হয়েছে। এ নিয়ে এখনও শাসকদলের নেতৃত্বরা মুখ না খুললেও তৃণমূলের অন্দরে কয়েকটি নাম ঘোরাঘুরি করছে। মেখলিগঞ্জ পুরসভার ১ নম্বর ওয়ার্ডে শাসকদলে প্রার্থী হিসাবে প্রাক্তন কাউন্সিলার কৃষ্ণা বর্মনের নাম উঠে আসছে। তেমনি তৃণমূলের গতবারের প্রার্থী প্রমিলা রায় প্রামাণিকের নাম নিয়েও জল্পনা চলছে। একই ভাবে ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের গতবারের প্রার্থী তাপসী বর্মনের সঙ্গে স্কুল শিক্ষিকা ভারতী বর্মনের নামও চাউর হচ্ছে। ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থীর দাবিদার দুই যুব নেতা। বর্তমান শহর কমিটির যুব তৃণমূল সভাপতি বাবলু বর্মনের নাম উঠে আসছে। তেমনি প্রাক্তন যুব সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলার আনারুল মহম্মদের নামও উঠে আসছে। পুরসভার এই ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সব থেকে বেশি। তাই অনেকে সংখ্যালঘু মুখ চাইছেন। ৪ নম্বর ওয়ার্ডের শাসকদলের প্রার্থী হিসাবে উঠে আসছে বর্তমান পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য তথা পুরকর্মী রঞ্জিত রায় ও টানা পাঁচবারের প্রাক্তন কাউন্সিলার মন্টু মণ্ডলের নাম। যদিও মন্টু মণ্ডল তৃণমূলের টিকিট না পেলেও ভোটে দাঁড়াবেন বলে জানান। সেক্ষেত্রে অন্য কোনও দলে যোগ না দিয়ে নির্দলে দাঁড়াবেন। ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের শহর কমিটির সভাপতি বিষ্ণু ঘোষের স্ত্রী কৃষ্ণা ঘোষের পাশাপাশি প্রাক্তন চেয়ারপার্সন মিঠু সিংহ সরকারের নাম ঘোরাঘুরি করছে। ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন কেশবচন্দ্র দাসের নাম এক প্রকার ফাইনাল হয়েছে। যদিও আদি তৃণমূল নেতা বাবুদেব রায়ের নামও উঠে আসছে। ৭ নম্বর ওয়ার্ডেও বর্তমান পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সোমা ভৌমিকের নাম এক প্রকার চূড়ান্ত। তবে তৃণমূলের একাংশ চাচ্ছে দু’বারের প্রাক্তন কাউন্সিলার শিপ্রা বোসকে। ৮ নম্বর ওয়ার্ডের পুরকর্মী দুলাল দাসের সঙ্গে গতবারের তৃণমূল প্রার্থী ঝর্ণা সরকারের নাম চাউর হচ্ছে। ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বর্তমান পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারপার্সন গোপাল প্রসাদ সাহার নাম যেমন উঠে আসছে তেমনি তৃণমূল নেতা অমিতাভ বর্ধন চৌধুরীর কাকা দেবাশিস বর্মন চৌধুরী এবং ডেকারেটোর ব্যবসায়ী মানু দাসের নাম নিয়ে জল্পনা চলছে।
এ নিয়ে যদিও মেখলিগঞ্জ শহরের তৃণমূল সভাপতি বিষ্ণু ঘোষ বলেন, ‘একেকটি ওয়ার্ডে আমাদের একাধিক প্রার্থীর নামের তালিকা পাঠানো হয়েছে দলের কাছে। দলের শীর্ষ নেতৃত্ব ও পিকে টিম চূড়ান্ত করবে কাকে টিকিট দেওয়া হবে। তাই ফাইনাল লিস্ট না হওয়ায় এখনও কারও নাম বলা যাবে না। তবে এবার নতুন ও যুবদের গুরুত্ব দেওয়া হচ্ছে।