নয়াদিল্লি: দেশের সংসদে আইন পাশ হচ্ছে না কি পাপড়ি চাট বানানো হচ্ছে! দ্রুত বিল পাশ নিয়ে কেন্দ্রীয় সরকারকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। প্রসঙ্গত, কোনওরকম আলোচনা না করে শুধুমাত্র সংখ্যার জোরে কেন্দ্রীয় সরকার সংসদে একের পর এক বিল পাশ করিয়ে নিচ্ছে বলে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। বাদল অধিবেশন চলাকালীন ফের এনিয়ে সরব হলেন ডেরেক।
গত ১৯ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। ডেরেক ও’ব্রায়েনের দাবি, অধিবেশন শুরুর প্রথম ১০ দিনেই ১২টি বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক বিল পিছু গড়ে সময় খরচ হচ্ছে ৭ মিনিট। বাদল অধিবেশনে সংসদে পাশ হওয়া আইনের একটি তালিকাও তুলে ধরেছেন তৃণমূল সাংসদ। যদিও ডেরেকের কটাক্ষ নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।