কলকাতা: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে বৈঠক সেরে বৃহস্পতিবার ফের রাজ্যের তীব্র সমালোচনায় সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইনশৃঙ্খলা থেকে মানবাধিকার, সব ক্ষেত্রেই রাজ্য সরকারকে বিঁধেছিলেন রাজ্যপাল। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনকড়কে ‘বিজেপি–র লাউডস্পিকার’ বলে কটাক্ষ করেছেন।
এদিন সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, ‘জগদীপ ধনকড় ফের মিথ্যার আবর্জনা নিয়ে দিল্লিতে গিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আসলে বিজেপি–র লাউডস্পিকার। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন নাকি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন? এর আগে তিনি এমন ৯৯ বার করেছেন। এবার হয়তো তিনি সেঞ্চুরি করলেন।’
রাজ্যপালকে উপহাস করে দ্বিতীয় টুইটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সারা বাংলায় শান্তিপূর্ণভাবে উৎসবের মরশুম চলছে। বাংলার কোটি কোটি মানুষ মিলেমিশে এই উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন। এ অবস্থায় রাজ্যপালের এই ভূমিকা রাজভবনের কাছে অপমানজনক।’
All across Bengal the festive occasion was held peacefully. The joy of the festival was shared by crores of people in Bengal in harmony. He is a disgrace to Raj Bhavan (2/2)
— Kalyan Banerjee (@KBanerjee_AITC) October 29, 2020
এদিন অমিত শা’র সঙ্গে বৈঠক সেরে ধনকড় অভিযোগ তোলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। রাজনৈতিক আদেশ পালন করতেই কি রয়েছে পুলিশ? দেশের সংবাদমাধ্যমের জানা উচিত পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। প্রশাসনকে বারবার চিঠি লিখেও উত্তর পাইনি। রাজ্যে রাজনৈতিক হানাহানি চলছে। শুধু পুলিশের মাধ্যমে শাসন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। কীভাবে এখানে হবে সুষ্ঠু নির্বাচন, আমি উদ্বিগ্ন। সংবিধান, আইনের শাসনকে উপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী। আমলারা এখানে রাজনৈতিক দলের অনুগত। মুখ্যসচিব, নিরাপত্তা উপদেষ্টাদের দিয়ে কাজ করানো হচ্ছে। ধর্ষণ-অপহরণ-মহিলাদের বিরুদ্ধে অপরাধ রাজ্যে বেড়েছে। আমার পাঠানো রিপোর্টকে ভিত্তিহীন বলেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে থাকব মানুষকে জানতে, ইস্যুগুলোকে জানতে।