কলকাতা: পুজো মিটলেই রাজ্যে ভোটের দামামা বেজে উঠবে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্র-দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দায় উপনির্বাচন। শুক্রবার তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে বিজেপি। এর কিছুক্ষণ পরই প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।
তালিকায় নাম রয়েছে দেব, মিমি, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তীর। এছাড়াও রয়েছেন দলের যুব সম্পাদক সায়নী ঘোষ সহ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নাম রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সির। এই তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে। প্রচারের শেষ দিন ২৭ অক্টোবর।