ঘোকসাডাঙ্গা: অঞ্চল সভাপতির নাম ঘোষণাকে ঘিরে বিরোধ থামতেই চাইছে না মাথাভাঙ্গা (Mathabhanga) ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার এলাকার বিক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীদের একাংশ এনিয়ে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রুইডাঙ্গা নয়ারহাট এলাকায় প্রতিবাদ মিছিল বের করে।
মিছিলে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান তথা প্রাক্তন অঞ্চল সভাপতি দীপক চক্রবর্তী, রফিকুল ইসলাম, অনুকূল বর্মন,দী নেশ দেবসিংহ সহ অধিকাংশ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বর্তমানে মনোনীত অঞ্চল সভাপতিকে তারা কোনভাবেই মেনে নিতে পারছেন না। তাদের এই আন্দোলন চলতে থাকবে। উল্লেখ্য বেশ কিছু অঞ্চলেই অঞ্চল সভাপতি বাছাই নিয়ে শাসকদলের অন্দরে ক্ষোভ রয়েছে।
আরও পড়ুন : নিয়ম না মেনেই রায়ডাক নদীতে বাঁশের সাঁকো তৈরি নিয়ে বিরোধ