নিউজ ব্যুরে: ফের গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। আর্থিক তছরুপের অভিযোগে বুধবার তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। এর আগে ৩০ ডিসেম্বর রাতে একই অভিযোগে নয়াদিল্লির চাণক্যপুরীর বঙ্গভবনে ২০৭ নম্বর রুম থেকে সাকেত গোখলেকে গ্রেপ্তার করেছিল দিল্লি ও গুজরাট পুলিশের যৌথ ইউনিট। সেই ঘটনায় বর্তমানে গুজরাটের জেলেই রয়েছেন তৃণমূলের মুখপাত্র। জেল হেপাজতে থাকাকালীনই এবার সাকেতকে গ্রেপ্তার করল ইডি। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। যদিও এনিয়ে তৃণমূলের তরফে এখনও কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। তবে সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘির সভায় সাকেতের গ্রেপ্তারি ইস্যুতে দিল্লি ও গুজরাট পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারবেন না পার্থ, তবে পাবেন বিশেষ খাবার