কালিয়াগঞ্জ: বিবেকানন্দ মোড় রেল গুমটি ক্রসিংয়ে দীর্ঘ সময় ধরে রেলগেট বন্ধ থাকায় অসুবিধায় পড়ছেন পথ চলতি মানুষ। বিষয়টি চোখে পড়তেই কালিয়াগঞ্জ স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল তৃণমূল। রবিবার বেলা বারোটায় শহর ও ব্লক তৃণমূল সংগঠনের তরফে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ সহ অনান্য দলীয় নেতৃত্ব।
তৃণমূল সভাপতি সুজিত সরকার বলেন, ‘কালিয়াগঞ্জ স্টেশন ম্যানেজারের মাধ্যমে কাটিহার ডিভিশনের ডিআরএমকে একটি স্মারকলিপি দেওয়া হল। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি অফিস যেতে এই রাস্তা ব্যবহৃত হয়। দিনের ব্যস্ততম সময়ে দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় অসুবিধায় পড়ে সাধারণ মানুষ। যানযটে আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। কালিয়াগঞ্জ রেল স্টেশনের ম্যানেজার পঙ্কজ কুমার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে।
আরও পড়ুনঃ পৃথক দুটি ঝুলন্ত দেহ উদ্ধার শীতলকুচিতে