রঘুনাথগঞ্জ: স্থানীয় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর গ্রামের দক্ষিণপাড়া গ্রামে। জানা গিয়েছে, শিশান দাস নামে ওই তৃণমূল কর্মীর পায়ে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, বাইকে চেপে বাড়িতে যাচ্ছিলেন শিশান। সেই সময় একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা তাঁকে উদ্দেশ্য করে গুলি চালায় বলে অভিযোগ। জখম শিশানকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রঘুনাথগঞ্জের একটি বেসরকারি সিমেন্ট কারখানার তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের সঙ্গে যুক্ত শিশান দাস। সেখানে কাজের জন্য বেশ কিছুদিন ধরে গণ্ডগোল চলছিল। এটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও ঘটনাটি গোষ্ঠীদ্বন্দ্ব নয় বলে দাবি করেছেন রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ। তিনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।