বীরপাড়া, ৬ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় বাজেটে চাবাগানকে চরম বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের পক্ষ থেকে বাজেটের কপিকে পুড়িয়ে প্রতিবাদ দেখানো হল। বৃহস্পতিবার বিকালে বীরপাড়া পুরনো বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার পড়ে এই কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়ন।
চাবাগান তণমুল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি মোহন শর্মা বলেন ‘কেন্দ্রিয় সরকারের বাজেটে চাবাগানের বিষয়ে, চাবাগানের শ্রমিকদের জন্য একটি শব্দ নেই। এর প্রতিবাদে আজকের প্রতিবাদ সভা। আগামী ১৮ ফেব্রুয়ারি প্রতিটি চাবাগানের গেটে কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে সভা করা হবে’। টি বোর্ডের অফিস ঘেরাও করার কথাও তিনি ঘোষণা করেন।
ফলক থাকলেও রাস্তার দেখা নেই খড়িবাড়িতে
ফলক আছে। অথচ গোটা রাস্তাতাই উধাও I
Read more