চাঁচল: পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার মালদার চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি চাঁচল কলেজ থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল নেতাজি মোড়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার। মিছিল শেষে চাঁচল নেতাজি মোড়ে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল ছাত্র সংগঠন। ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ। কেন্দ্র সরকারের কাছে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি রোধের দাবি জানান তাঁরা।
আরও পড়ুনঃ কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা