মালদা: লকডাউনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান কিংবা আনাজের বাজার খোলা থাকলেও তা নির্দিষ্ট সময়ের জন্য। সীমিত সময়ের জন্য খোলা থাকায় ভিড় বাড়ছে সব জায়গাতেই। এনিয়ে চিন্তিত প্রশাসন। গোষ্ঠী সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও কোনও জায়গাতেই তা মানা হচ্ছে না। বিশেষত ওষুধের দোকানগুলিতে উপচে পড়া ভিড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার জন্য। এই অবস্থায় মালদা শহরের মানুষের পাশে দাঁড়িয়েছে ইংরেজবাজার পুরসভা।
প্রায় ৯০টি ই-রিকশা পুরসভার ২৯টি ওয়ার্ডেই কাঁচা আনাজ, মুদিসামগ্রী নিয়ে ঘুরতে শুরু করেছে। সোমবার এই পরিষেবার সূচনা করেন সদর মহকুমাশাসক সুরেশ্চন্দ্র রানো। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, উপপুরপ্রধান বাবলা সরকার প্রমুখ। বাবলাবাবু বলেন, ‘লকডাউনে বিশেষ করে বয়স্কদের খুব সমস্যা হচ্ছে। তাঁরা বাড়ি থেকেও বেরোতে পারছেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু হল। আগামীতে পুরাতন মালদা পুর এলাকাতেও এই পরিষেবা চালু করা হবে।