ডিজিটাল ডেস্ক :
মেষ : সামান্য কারণে প্রিয়জনের সঙ্গে বিবাদ এবং সম্পর্ক নষ্ট। অন্যায় কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা।
বৃষ : জীবনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেওয়া হতে পারে। ব্যবসার কারণে ঋণ গ্রহণ।
মিথুন : মাথা ঠান্ডা রাখুন। আজ উত্তেজনা ক্ষতি করবে। প্রিয় কোনও মানুষের সংকট কাটবে।
কর্কট : অতিভোজনে শারীরিক সমস্যা। কর্মক্ষেত্রে বিরোধীদের নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন।
সিংহ : সন্তানের কোনও কাজের স্বীকৃতি আনন্দ দেবে। পুরোনো সম্পর্ক ফিরে পেয়ে আনন্দ। প্রেমে শুভ।
কন্যা : পরিবারের সঙ্গে সময় কাটিযে আনন্দ। সংসারে নতুন অতিথির আগমনে খুশির হাওয়া।
তুলা : প্রাপ্তিযোগ হতে পারে। নতুন সম্পদ ক্রয়ে লাভবান হবেন। বিদেশে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ।
বৃশ্চিক : মায়ের রোগমুক্তিতে স্বস্তি মিলবে। বিপন্ন কোনও প্রাণীকে বাঁচিয়ে মানসিক তপ্তি।
ধনু : অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখুন। প্রতারককে চিনতে পেরে স্বস্তি।
মকর : প্রায় অকারণেই দুশ্চিন্তা। কর্মক্ষেত্রে বিরোধীপক্ষ মাথা নীচু করতে পারে।
কুম্ভ : কোনও জটিল কাজকে সম্পূর্ণ করে আনন্দ লাভ। আপনার সৃজনশীল কাজের জন্য সংবর্ধিত হবেন।
মীন : দ্বিচক্রযানে বিপদের আশঙ্কা। পথে চলতে খুব সতর্ক থাকা দরকার।