ডিজিটাল ডেস্ক :
মেষ : বিপন্ন কোনও ব্যক্তির পাশে দাঁড়িয়ে মানসিক তৃপ্তি। ব্যবসার কারণে দূরে যেতে হতে পারে।
বৃষ : পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ। অন্যায় কাজের প্রতিবাদ করে সমস্যায় পড়তে পারেন।
মিথুন : হঠকারিতায ক্ষতি হতে পারে। আজ নতুন কোনও চাকরির খবর পেতে পারেন।
কর্কট : সামান্য কারণে পারিবারিক অশান্তি হতে পারে। অস্থিরতা থেকে নিজেকে বের করে আনুন।
সিংহ : মায়ের পরামর্শে সাংসারিক সংকট কেটে যাবে। পথে চলতে খুব সতর্ক থাকুন।
কন্যা : ভুল সিদ্ধান্তে অর্থহানি। মায়ের শরীর নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে হতে পারে।
তুলা : কোনও প্রতারকের কথায় বিশ্বাস করে সমস্যায় পড়তে হতে পারে। বন্ধুসঙ্গে আজ আনন্দ।
বৃশ্চিক : কোনও মূল্যবান দ্রব্য চুরি যেতে পারে। অকারণে সংসার আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে।
ধনু : দূরের কোনও প্রিয়বন্ধুর কাছ থেকে সহায়তা পেয়ে ব্যাবসায় অগ্রগতি। হতাশা চেপে বসতে পারে।
মকর : প্রেমের সঙ্গীকে আজ অবশ্যই সময় দিন। কোনও নতুন কাজের সুযোগ মিলবে। হৃদরোগে স্বস্তি মিলবে।
কুম্ভ : বাবার পরামর্শে ব্যবসার সমস্যা কেটে যাবে আজ। কন্যার বিবাহ স্থির হওয়ায় মানসিক স্বস্তি।
মীন : দাম্পত্যের সমস্যার কারণ খুঁজে পেয়ে স্বস্তিলাভ। দিনের প্রথমভাগে ব্যাবসায় সামান্য মন্দাভাব চলবে।
আরও পড়ুন : সাপ্তাহিক রাশিফল ৩১-০৭-২০২২ থেকে ০৬-০৮-২২