ডিজিটাল ডেস্ক:
মেষ : শল্য চিকিৎসায় সাফল্য মিলবে। বাবার পরামর্শে ব্যবসার সমস্যা কাটবে।
বৃষ : প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে। সম্পত্তি নিয়ে মামলা-মোকদ্দমার সমাধান হতে পারে।
মিথুন : ঈশ্বরে বিশ্বাস গভীর হবে। অকারণে কাউকে আঘাত দিয়ে মানসিক কষ্ট।
কর্কট : সামান্য কারণে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মায়ের রোগমুক্তি।
সিংহ : কোনও প্রিয়জনের কাছ থেকে আজ উপহার পেতে পারেন। হারানো দ্রব্য ফেরত পাবেন।
কন্যা : কর্মপ্রার্থীরা সুখবর পেতে পারেন। বিদেশে পাঠরত সন্তানের জন্যে অকারণ দুশ্চিন্তা।
তুলা : বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ এবং মনঃকষ্ট। বাড়ি সংস্কারে নেমে পড়শির সঙ্গে বিবাদ।
বৃশ্চিক : ভাতৃবিরোধ আজ কেটে যাওয়ায় শান্তি। বিদেশ যাওয়ার বাধা আজ কেটে যাবে।
ধনু : আটকে থাকা কোনও প্রকল্প আজ শুরু হতে পারে। প্রেমের সঙ্গীকে আজ সময় দিন।
মকর : প্রতিবেশীদের পরামর্শে কোনও সমস্যা থেকে মুক্ত হতে পারেন আজ। প্রাপ্তিযোগ।
কুম্ভ : আজ যে কোনও কাজেই সাফল্য আসবে। সন্তানের চাকরিপ্রাপ্তিতে আনন্দ।
মীন : স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। পথে চলতে খুব সতর্ক থাকুন। প্রেমের সমস্যা কাটবে।