উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের কারণে বর্তমানে রাজস্থানের জয়সলমীরে রয়েছেন অভিনেতা টোটা রায়চৌধুরী(Tota Roy Chowdhury)। সেখানে গিয়ে ‘সোনার কেল্লা’(Sonar Kella)-র সামনে ছবি দিয়েছেন অভিনেতা। আর তার মাধ্যমেই কিংবদন্তি সত্যজিৎ রায়(Satyajit Ray)কে স্মরণ করেছেন তিনি। সত্যজিৎ রায়ের ১০০তম জন্মদিনের ঠিক ১২ দিন আগে ঘটনাচক্রে জয়সলমীরে যাওয়াকে তুলে ধরেছেন টলিউড অভিনেতা। সেখানে যাওয়া প্রসঙ্গে নস্ট্যালজিক হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ক্যাপশন পোস্ট করেছেন টোটা।
প্রসঙ্গত, করণ জোহরের(Karan Johar) আগামী ‘রকি অউর রানি’(‘Rocky Aur Rani’) ছবির শুটিংয়ে জয়সলমীরে রয়েছেন টোটা। সেই ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট(Alia Bhatt) ও রণবীর সিং(Ranbir Singh)। সেখানে শুটিং করতে গিয়েই ফেলুদাকে স্মরণ করেন টোটা। এক দুর্গের সামনে ছবি দিয়ে অভিনেতা লিখেছেন, ‘জীবনটা সম্পূর্ণ বৃত্তের মতো। সোনার কেল্লা ছবিটা দেখার পরে কিংবদন্তি সত্যজিৎ রায়ের ওপরে আমার ভালোবাসা, শ্রদ্ধা জন্মায়। আর এখন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজে আমায় ফেলুদা হিসেবে দেখা যাবে। আজ, সেই কিংবদন্তির ১০০তম জন্মদিনের ঠিক ১২ দিন আগে আমি তাঁকে আমার সম্মান জানাতে চাই।
আরও পড়ুন : সোনম কাপুরের চুরি যাওয়া গয়না কিনে বিপাকে অলংকার ব্যবসায়ী