রায়গঞ্জ: যাত্রী সেজে চালককে বেধড়ক মারধর করে টোটো ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহার থানার সুরুন ২ গ্রাম পঞ্চায়েতের অভিনগর গ্রামে। জখম টোটো চালকের নাম রনি সরকার(২০)বাড়ি ইটাহার থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের কমলাই গ্ৰামে। এদিন রাত দশটা নাগাদ দুজন যাত্রী হাতিয়া পালইবাড়ি যাওয়ার জন্য টোটোটি রিজার্ভ করে। ওই টোটোটিকে অনুসরণ করছিল আরও চারজন দুষ্কৃতী। ইটাহারের অভিনগর আসতেই যাত্রীরা অন্য রূপ ধারণ করে। কোমর থেকে পিস্তল বের করে বেধড়ক মারধর করে নাক মুখ ফাটিয়ে দেয় টোটো চালকের। এরপর বেল্ট দিয়ে তাঁকে গাছের সঙ্গে বেঁধে পকেট থেকে পনেরশো টাকা ও টোটোটি নিয়ে পালিয়ে যায়। টোটো চালকের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় গুলির শব্দও শুনেছেন তাঁরা। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ইটাহার পুলিশ।
অভিযোগ মায়ের, বাড়ির গোরু চুরির দায়ে গ্রেপ্তার হল ছেলে
রায়গঞ্জঃ বাড়ির গোরু চুরি করে বিক্রি করে দিল ছেলে। এমনই অভিযোগ মায়ের। মায়ের অভিযোগের ভিত্তিতে গোরু চুরির অপরাধে ছেলেকে গ্রেপ্তার...
Read more