মেটেলি: আগমনির সানাই বাজে, সাজবে উমা নতুন সাজে’ এই থিমকে সামনে রেখে মেটেলি (Matelli) বাজারে এবার বিগ বাজেটের পুজো করছে আমরা সবাই সর্বজনীন দুর্গাপুজো কমিটি। হেঁশেলের দায়িত্ব সামলে পুজোর আয়োজন করছেন মহিলারা। এবারের পুজোর আকর্ষণ রাজস্থানি ছোঁয়ায় কাল্পনিক মন্দির।বীরভূম থেকে আসবে ৪জন ঢাকি। থাকবে আলোকসজ্জা। পুজো কমিটির সম্পাদিকা রিতা দেব, কোষাধ্যক্ষ মান্তু মণ্ডল বলেন, ‘এবারে আমরা মহিলারা মিলিতভাবে ৫ম বর্ষের দুর্গাপুজো করছি। দু’বছর করোনার জন্য সেইভাবে পুজো হয়নি। তাই এবার বড়ো করে পুজো করা হচ্ছে।‘ পুজোর যাবতীয় আয়োজন করেন মহিলারাই।পুজোর কয়েকটা দিন হয় জমিয়ে আড্ডা।এছাড়াও থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেটেলি বাজারের এই পুজোয় সংলগ্ন চা বাগানের লোকজনও শামিল হয়।বর্তমানে মেটেলি পাবলিক লাইব্রেরি ময়দানে চলছে মণ্ডপ তৈরির কাজ।
যক্ষ্মামুক্ত জেলা গড়তে থিম সং তৈরি জলপাইগুড়িতে
নাগরাকাটা: যক্ষ্মামুক্ত জেলা গড়তে এবার হাতিয়ার সুর-তালের মূর্চ্ছনাও। এজন্য একটি থিম সং তৈরি করে ফেলেছে জলপাইগুড়ি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়...
Read more