মেটেলি, ৮ ফেব্রুয়ারিঃ অল ইন্ডিয়া তামাং বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক কনফারেন্সের দ্বিতীয় দিনে যোগ দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। শনিবার চালসার মঙ্গলবাড়ি বস্তিতে তামাং জনজাতির সংস্কৃতি অনুযায়ী খাদা ও তামাং জনজাতির টুপি পড়িয়ে মন্ত্রীকে বরণ করা হয়। এদিন তামাং জনজাতির বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুণ্ডা, জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, মেটেলি ব্লক কনভেনার আশিস কুণ্ডু, ব্লক যুব সভাপতি দীপক ভুজেল প্রমুখ। শুক্রবার এই কনফারেন্সের সূচনা হয়। শেষ হবে রবিবার। এদিন মন্ত্রী কনফারেন্স সংলগ্ন ময়দানে তামাং জনজাতির বিভিন্ন সামগ্রীর স্টল পরিদর্শন করেন। তিনি জানান, জাতি-ধর্ম নির্বিশেষে বিভিন্ন জনজাতির কৃষ্টি, সংস্কৃতি সহ যাবতীয় উন্নয়নের কাজ করছে রাজ্য সরকার। বিভেদের মধ্যে ঐক্যই আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে বজায় রাখার দায়িত্ব সকলের। সকলের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।
দলের ড্যামেজ ম্যানেজমেন্টে কি বার্তা ? সময়ের অপেক্ষা অভিষেকের সভা
ডিজিটাল ডেস্ক : নজরে পঞ্চায়েত নির্বাচন। মাটি আঁকড়ে ধরে রাখতে ময়দানে তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার কেশপুরে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয়...
Read more