চ্যাংরাবান্ধা: ইদ শেষ হতেই কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বাড়ল। বুধবার সকাল থেকে এই চেকপোস্টে যাত্রীদের ভিড় তুলনামূলক অনেকটাই বেড়েছে। তবে বাংলাদেশ থেকে ওই দেশের বিভিন্ন নাগরিকদের ভারতে প্রবেশের সংখ্যা বেশি ছিল বলে ইমিগ্রেশন চেকপোস্ট দপ্তর সূত্রে খবর। তবে পর্যটকদের সংখ্যা বেশি ছিল এদিন।
করোনা পরিস্থিতির কারণে এই সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াতের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত মাসে ফের কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে চেকপোস্ট খুলে দেবার নির্দেশ আসার পরই এখান দিয়ে পাসপোর্ট নিয়ে যাত্রীদের চলাচল শুরু হয়। পর্যটকদেরও আগমণ ঘটতে থাকে। এরই মধ্যে পবিত্র ইদ উৎসবের কারণে সীমান্ত দিয়ে বৈদেশিক বাণিজ্য আটদিনের জন্য বন্ধ হয়ে যায়। যার কারণে এই চেকপোস্ট দিয়ে যাতায়াত অনেকটা কমে যায়। পাশাপাশি ইদের ছুটিতে অনেকে ওই দেশে থেকে ভারতে প্রবেশ করা থেকে বিরত থাকেন। মঙ্গলবার ইদ শেষ হতেই ইদের ছুটি কাটিয়ে বিভিন্ন মানুষজন ভারত ভ্রমণের উদ্দেশ্যে এপারে আসতে শুরু করেন। যার জেরে এদিন ভিড় অনেকটাই বেড়েছিল দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায়।
আরও পড়ুনঃ এসএসবির উদ্যোগে যোগ শিবির