মালবাজার: কালিম্পংয়ে মরশুমের প্রথম তুষারপাতে খুশির হাওয়া পর্যটন মহলে। বুধবার দুপুরে হঠাৎই কালিম্পং জেলার রিশপ, লাভাতে শিলা বৃষ্টি হয়। তারপর সামান্য তুষারপাত হয়। চলতি মরশুমে এটাই প্রথম তুষারপাত বলে স্থানীয়দের দাবি। পুর এলাকা কিছুক্ষণের জন্য সাদা বরফে মুড়ে যায়। বড়দিনের আবহে পাহাড়ে ভালোই পর্যটকের সমাগম রয়েছে। সাময়িক আবহাওয়া পরিবর্তনের এই পরিস্থিতিকে সকলেই চুটিয়ে উপভোগ করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের শেষে সিকিমের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে বুধবার নাগাদ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতেও আবহাওয়া পরিবর্তন হতে পারে।
এদিন সকাল থেকে ডুয়ার্স এবং কালিম্পং জেলার পাহাড়ি এলাকাগুলি রৌদ্রোজ্জ্বল ছিল। হঠাৎ করে দুপুরের দিকে আবহাওয়ার পরিবর্তন হয়। দুপুর দেড়টা নাগাদ কালো অন্ধকার নেমে আসে। লাভার একটি পর্যটক আবাসের দায়িত্বে থাকা সঞ্জু হাজরা বলেন, দশ পনেরো মিনিটের মধ্যে অন্ধকার করে গুড়ি গুড়ি শিলা বৃষ্টি হয়। এরপর হালকা তুষারপাত হয়েছে। পাহাড়ের রিশপে এদিন ভালো পর্যটক সমাগম ছিল। হঠাৎ পাওনার মতন এই আবহাওয়ার পরিবর্তন সকলেই চুটিয়ে উপভোগ করতে খামতি রাখেন নি। রিশপের বাসিন্দা তথা একটি রিসর্ট মালিক বিমল গুরুং জানান, হালকা তুষারপাতও হয়েছে। এলাকার পথঘাট সাদা বরফের মুড়ে যায়। অনেক পর্যটক এখানে এসেছিলেন সকলেই উপভোগ করেছেন। বিকেলের পর থেকে আবার মেঘমুক্ত আকাশ ছিল। কনকনে ঠাণ্ডা পড়েছে। সিকিমের কেন্দ্রীয় বিভাগ আবহাওয়া বিভাগ পরিস্থিতির ওপর নজর রাখছে।
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের সিকিমের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, বিক্ষিপ্তভাবে কালিম্পং এর পেডং, আলগাড়া লাগোয়া এলাকায় গুড়ি গুড়ি শিলাবৃষ্টি হয়েছে। স্বল্প তুষারপাতের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আগামী সপ্তাহ আবহাওয়ার পরিবর্তন হবে। সিকিমের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং এর মতো পাহাড়ি এলাকাগুলিতে ও ২৯ ডিসেম্বরের থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। ঝানডি এলাকার পর্যটন উদ্যোগী রাজ্যের প্রধান বলেন, রিশপের মতন এলাকায় চলতি শীতের মরশুমে এটাই প্রথম তুষারপাতের ঘটনা সকলের কাছেই বাড়তি পাওনা। আবহাওয়ার বৈচিত্র্যতা সকলেই উপভোগ করেছেন। বর্ষশেষে পর্যটন সমাগমে বিভিন্ন মহলে আশান্বিত। ডুয়ার্স ট্যুরিজম ডেভলপমেন্ট ফোরামের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, ক্রিসমাসের ছুটি থেকেই ভালো পর্যটক সমাগম হয়েছে। আমরা করোনাবিধি মেনেই পর্যটনের কাজ পরিচালনা করছি।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial