গাজোল: ট্রাক্টর ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত দুইজন। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজোলের কৃষ্ণপুর এলাকায়। সংঘর্ষের জেরে ট্রাক্টরটি ছিটকে পড়ে পাশের একটি জলাশয়ে। বেশ কিছুক্ষণ ট্রাক্টরের নীচে চাপা পড়ে থাকেন চালক এবং এক আরোহী। দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাক্টরটিকে সরিয়ে ওই দুইজনকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায় গাজোল থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ট্রাক্টরচালক। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত চালকের নাম সাধন তালুকদার (৩৫)। রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কালীতলা গ্রামের বাসিন্দা ছিলেন। অপর একজনের নাম সঞ্জিত মণ্ডল (২২)। বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতের কেনবোনা গ্রামে। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটে গাজোল- বামনগোলা সড়কের কৃষ্ণপুর এলাকায়। আলুর বস্তা বোঝাই ট্রাক্টরের সঙ্গে উলটোদিক থেকে আসা একটি ছোট গাড়ির সংঘর্ষে হয়। সংঘর্ষের জেরে ট্রাক্টরটি পাশের জলাশয়ে ছিটকে পড়ে। ট্রাক্টরের তলায় চাপা পড়ে যান দুজন।
এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য বীরেন মণ্ডল জানান, দুজনেরই পরিবারে তেমন লোকজন না থাকার জন্য আমরা গ্রামবাসী হিসেবে সাহায্যের জন্য এসেছি। তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে ছিলেন তাঁরা দুজন। তাঁদের মৃত্যুতে ওই পরিবার দুটির অপরিসীম ক্ষতি হয়ে গেল।