ধূপগুড়ি: সামান্য বৃষ্টি হলেই ধূপগুড়ি(Dhupguri) থেকে ফালাকাটাগামী কলেজ রোডের একাংশ জলে ডুবে যায়। পরিস্থিতি এমন যে দোকানে ঢুকতে সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের। এদিকে রবিবার রাতভর বৃষ্টিতে জল জমেছে এলাকায়। এর জেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা। কলেজ রোডে সুপার মার্কেট মোড়ের কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ দুই দশক ধরে পুরসভার কাছে বারংবার সমস্যা সমাধানে আবেদন জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিন অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এবং ধূপগুড়ির পুরকর্তারা সেখানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পুরসভার তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন : কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভা