রাজগঞ্জ: ফুলবাড়ি স্থল বন্দরের এশিয়ান হাইওয়ে-২ সড়ক যেন পণ্যবাহী গাড়ির পার্কিং জোন হয়ে উঠছে। ফের লেনের ওই মহাসড়ক দখল করে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থাকায় যানজটে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। একই সমস্য়ায় সীমান্ত দিয়ে যাতায়াতকারী পর্যটকরাও। যানজট এড়াতে মাঝেমধ্যে পুলিশ অভিযানে শামিল হলেও সমস্যা সেই একই তিমিরে।
ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনে সম্পাদক শুভঙ্কর নস্কর জানান, পাথর বা বোল্ডার বোঝাই ট্রাকগুলি সড়কের এক লেনে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনটি লেন দখল করে থাকে খাদ্যপণ্যের গাড়ি। সম্প্রতি পুলিশের তরফে অভিযান চললেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
রাজগঞ্জের ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারত, ভুটান, নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলে। আগে এদেশ থেকে বাংলাদেশে শুধু বোল্ডার রপ্তানি হলেও বর্তমানে খাদ্যপণ্যও রপ্তানি হয়। প্রতিদিন কয়েকশো ট্রাক সীমান্ত পারাপার করে। এছাড়াও সেখানে রয়েছে অভিবাসন কেন্দ্র। কিন্তু ফুলবাড়ি মোড় থেকে সীমান্ত চেকপোস্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা কার্যত পার্কিং জোনে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা বাপি মহম্মদ, নমিরুল ইসলামদের কথায়, পুলিশি অভিযান চাললে রাস্তা ফাঁকা হয়ে যায়। কিন্তু দু’দিন যেতে না যেতেই ফের আগের অবস্থা। এরই জেরে যানজটে নাকাল আমজনতা থেকে শুরু করে পর্যটকরা। সমস্য সমাধানে প্রশাসনের কড়া হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। এনজেপি থানার তরফে জানা গিয়েছে, যানজট সমস্যা এড়াতে অভিযান চলছে। আগামীতেও অভিযান চলবে।