মালদা: ট্রাফিক আইন ভঙ্গকারীদের ধরতে রাস্তায় নামলেন মালদা জেলা পুলিশ সুপার অলক রাজুরিয়া। বুধবার দুপুরে মালদা শহরের ব্যস্ততম রথ বাড়িতে রাস্তায় দাঁড়িয়ে একাধিক বাইক অটো নিজের হাতে আটক করলেন পুলিশ সুপার স্বয়ং। হেলমেট না পরা ও লাইসেন্স সম্পর্কে জিজ্ঞাসাবাদ সহ-আইন ভাঙায় আটক করলেন একাধিক গাড়ি। জেলা পুলিশ সুপার ছাড়াও এদিন ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ধরপাকড় চালালেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জেলা ট্রাফিক পুলিশের কর্তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলে রথবাড়ি মোরে পুলিশের ধরপাকড়। ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করতে জেলা পুলিশের তরফে বিশেষ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা পুলিশের তরফে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হওয়ার অনুষ্ঠানের সূচনা করা হয়।
মালদা শহরের রাস্তায় জেলা পুলিশের তরফে ট্রাফিক আইন নিয়ে একটি র্যালি করা হয়। গোটা শহর পরিক্রমা করে এই র্যালি। র্যালি শেষে পুলিশ ধরপাকড় অভিযানে নামে। ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে এদিন জেলা পুলিশ সুপার নিজেই ট্রাফিক আইন ভঙ্গকারীদের হাতেনাতে আটক করেন। এদিন রাস্তায় বাইক চালকদের মাথায় হেলমেট থাকলেও আরোহীদের মাথায় হেলমেট ছিল না। পুলিশ এই সমস্ত বাইক গুলিকে আটক করে। আইনত ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে। এছাড়া বিনা পারমিটের যে সমস্ত টোটো রাস্তায় চলাচল করছে বাজে সমস্ত গাড়িচালক সিট বেল্ট পড়ছেন না তাদের বিরুদ্ধেও ট্রাফিক আইন মেনে ব্যবস্থা নেওয়া হয়। জেলা পুলিশের তরফে জানা গিয়েছে আগামী দুই মাস ব্যাপী গোটা জেলা জুড়ে চলবে ট্রাফিক পুলিশের এই অভিযান। ট্রাফিক আইন নিয়ে পুলিশ সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করেছে।