চাঁচল: নির্দেশ না মানায় এবার অভিনব শাস্তির ব্যবস্থা করলেন চাঁচলের (Chanchal) ট্রাফিক ও সি চন্দন দে। প্রসঙ্গত, দীর্ঘদিনের যানজটের সমস্যায় নাজেহাল চাঁচলবাসী। বিশেষ করে যত্রতত্র মোটর বাইক পার্কিং পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একাধিক বিধি নিষেধ জারি করেছে মালদা জেলার ট্রাফিক পুলিশ। কিন্তু নিষেধই সার। নিয়ম ভেঙে যত্রতত্র মোটরসাইকেল পার্কিং হচ্ছে। আর এবার নিয়মভঙ্গকারীদের শাস্তি দিতে চাঁচল মহকুমা ট্রাফিক ওসি চন্দন দে শুক্রবার চাঁচল নেতাজী মোড়ের জাতীয় সড়কের ওপরে যেসব অবৈধ বাইক পার্কিং ছিল, সেগুলিকে সরিয়ে দিলেন। শুধু তাই নয়, নিয়ম ভঙ্গকারীদের শাস্তি দিতে তিনি বাইকের হাওয়া খুলে দিলেন। তবে এই শাস্তি নিয়ম ভঙ্গকারীদের শায়েস্তা করতে পারে কিনা, তা অবশ্য সময় বলবে।
কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার চাঁচলে
চাঁচল: শোওয়ার ঘর থেকে উদ্ধার হল এক কিশোরের ঝুলন্ত দেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে চাঁচল-১ ব্লকের খরবা পঞ্চায়েত এলাকার কেন্দুয়া গ্রামে।...
Read more