চাঁচল: বাইক চালিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল চাঁচল ট্রাফিক পুলিশ। শুক্রবার চাঁচল (Chanchal) সদরে ’সাবধানে চালাও জীবন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বাইক র্যালি করা হয় চাঁচল ট্রাফিক পুলিশের উদ্যোগে। এদিন চাঁচল ট্রাফিক কন্ট্রোল রুম চত্বর থেকে র্যালিটি বের হয়ে সদরের সবকটি রুটে পরিক্রমা করে। তারপর শহরের নেতাজি মোড়ে এসে র্যালিটি শেষ হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি চন্দন দে সহ অন্যান্য আধিকারিকেরা।
আরও পড়ুন: Duare Medical Board | জেলাশাসকের নির্দেশে বিশেষভাবে সক্ষমদের দুয়ারে মেডিকেল বোর্ড চাঁচলে