ডিজিটাল ডেস্ক : সারা বিশ্বে যতগুলি অ্যাডভেঞ্চারাস খেলা আছে, তার মধ্যে বাঞ্জি জাম্পিং অন্যতম। এই খেলাতে অনেক উঁচু থেকে পায়ে দড়ি বেঁধে লাফ দিতে হয়। তবে পুরোটাই হয় প্রশিক্ষকের নির্দেশ অনুসারে। বিন্দুমাত্র এদিক-ওদিক হলে মুহূর্তে মৃত্যু ঘনিয়ে আসবে। আর ঠিক এরকমই ঘটলো পঁচিশ বছর বয়সী তরুণী ইয়াসিনা মোরালেস গোমেজের সাথে। সূত্রের খবর, বাঞ্জি জাম্পিং করতে গিয়ে শুধুমাত্র ভুল বোঝাবুঝির জেরে
কলম্বিয়ায় (Colombia) মর্মান্তিক মৃত্যু হল ইয়াসিনার।
প্রসঙ্গত জানা গিয়েছে, বাঞ্জি জাম্পিং করতে উপস্থিত হয়েছিলেন ইয়াসিনা এবং তাঁর প্রেমিক। প্রশিক্ষকের কথা অনুযায়ী ইয়াসিনের প্রেমিকের শরীরে দড়ি বাধার পর তাঁকে লাফ দিতে বলেন উপস্থিত প্রশিক্ষক। কিন্তু ইয়াসিন ভেবে নেন তাঁকে লাফ দিতে বলা হচ্ছে। এক মুহূর্ত না ভেবে দড়ি ছাড়াই উঁচু থেকে ঝাঁপ দিয়ে দেন তরুণী। আর তাতেই প্রাণ যায় তাঁর। চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, উঁচু থেকে পড়ার জন্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইয়াসিনের।
অন্যদিকে এই ঘটনায় বাঞ্জি জাম্পিং সংস্থাটি ব্যাপক মাত্রায় অস্বস্তিতে পড়েছে। তাঁদের দাবি, যখন ঘটনাটি ঘটেছে তখন ইয়াসিনের প্রেমিক সেখানে ছিলেন না। কারণ দুজনেরই আলাদা আলাদা ভাবে লাফানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। অন্যদিকে এই ঘটনা সংক্রান্ত ইতিমধ্যেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বাঞ্জি জাম্পিং সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে, ভিডিওতে সেখানে যে মেয়েটিকে দেখানো হচ্ছে তা ইয়াসিনের নয়। ভিডিওর মেয়েটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও এই ভিডিও এখনো পর্যন্ত খতিয়ে দেখেনি উত্তরবঙ্গ সংবাদ। কিন্তু এই ভিডিওটি সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।