ডিজিটাল ডেস্কঃ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল এদিন তমলুকে। দুর্ঘটনায় ইতিমধ্যেই একজন মারা গিয়েছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তমলুকের(Tamluk) ময়না রাজ্য সড়কে চক শ্রীকৃষ্ণপুর এলাকায় সোমবার সকালে একটি যাত্রীবাহী ট্রেকার উল্টে যায়। এই দুর্ঘটনায় যাত্রীরা কম বেশি আহত হলেও মৃত্যু হয় ট্রেকার চালক মইনুদ্দিন মল্লিকের। আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাটি সর্বপ্রথম স্থানীয় মানুষদের নজরে পড়ে। তাঁরাই এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ময়না রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে তমলুক থানার পুলিশ। এবং ট্রেকার চালক মইনুদ্দিন মন্ডলের মৃতদেহ ময়না তদন্তে পাঠায়। অন্যদিকে দুর্ঘটনার কারণ হিসেবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তমলুক হাসপাতাল মোড় থেকে নিমতৌড়ি পর্যন্ত রাস্তাটি চওড়া করে দেওয়া হয়েছে। ফলে এখন ওই রাস্তা দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। আর এই দ্রুতগতির কারণেই ঘটে গিয়েছে আজকের দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে দুর্ঘটনা এড়াতে পুলিশ কী কোন পদক্ষেপ গ্রহণ করবে? এই দুর্ঘটনার পর সেই উত্তরের খোঁজে সবাই।