রাজগঞ্জ: ট্রেনের ধাক্কায় ২ নাবালিকা সহ মৃত্যু হল তিনজনের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকায়। মৃতদের মধ্যে একজন মহিলা ও দুই নাবালিকা। তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা মা ও তার দুই সন্তান বলেই অনুমান। তিনজনেই কাগজকুড়ানি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই তিনজন মাল বোঝাই বস্তা নিয়ে নিউ জলপাইগুড়ি ও আমবাড়ি রেল স্টেশনের মাঝে সাহু নদীর রেল সেতু পার হচ্ছিল। স্থানীয়দের দাবি, সেতুর উপর নিউ জলপাইগুড়িগামী একটি ট্রেন ওই তিনজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রেল পুলিশ ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: জমির পাট্টা ও মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব রাঙ্গালিভিটার বাসিন্দারা