রায়গঞ্জ: পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ ও ইউনিসেফের (UNICEF) উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। রায়গঞ্জের (Raiganj) কর্ণজোড়ায় এক্সটেনশন ট্রেনিং সেন্টারে জেলা সমগ্র শিক্ষা মিশনের তরফে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়কে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের বিদ্যালয় নিরাপদ আমাদের জন্য এই বিশ্বাস নিজেদের মধ্যে তৈরি করতেই এদিনের এই প্রশিক্ষণ।
জেলা সমগ্র শিক্ষা মিশনের তরফে সোমনাথ চক্রবর্তী বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে এই প্রয়াসটি নেওয়া হলেও এবারে স্কুল ভিত্তিক এই প্রয়াসটি নেওয়া হয়েছে। কারণ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাই যেন প্রাথমিকভাবে প্রাকৃতিক বিপর্যয় ও সামাজিক যেকোনও বিপদ থেকে রক্ষা পেতে বিদ্যালয়কে বিপদমুক্ত করে তুলতে পারেন। প্রাথমিকভাবে কিছু সংখ্যক উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হলেও পর্যায়ক্রমে জেলার প্রায় সবগুলো বিদ্যালয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত বাংলার শিক্ষা পোর্টাল থেকে যে সকল স্কুলগুলিতে এই প্রশিক্ষণ শীঘ্রই জরুরি বলে মনে করা হয়েছে প্রাথমিকভাবে তাদেরই ডাকা হয়েছে। এদিন ৩৬টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
ভূমিকম্প বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয় হলে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি শুরু করে। কে কোন দিকে পালাবে দিক ঠিক করতে পারে না। যে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে ছাত্র-ছাত্রীরা কী করবে এবং তারা কীভাবে নিজেদের রক্ষা করবে, সে বিষয়টি প্রশিক্ষণে উঠে আসে এদিন।
আরও পড়ুন: জমি জবরদখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, জখম ১