হেমতাবাদ: কেন্দ্রীয় সরকারের এমএসএমই মন্ত্রকের খাদি এবং গ্রামীণ ইন্ডাস্ট্রির কমিশনের উদ্যোগে হেমতাবাদে রুরাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নিউ টেকনোলজি ইন্ডাস্ট্রির গ্রামোদ্যোগ বিকাশ যোজনার মাধ্যমে ২০ দিনের ওয়াস্ট উড ক্রাফটের প্রশিক্ষণ শেষ হল। সোমবার প্রশিক্ষণের শেষে প্রশিক্ষকদের হাতে বিভিন্ন যন্ত্রাংশের কিট ও সার্টিফিকেট দেওয়া হয়।
প্রশিক্ষকরা ফেলে দেওয়া কাঠ দিয়ে সূক্ষ্ম হস্তশিল্পের শিক্ষান্তে যা কিছু শিখলেন, তাতে প্রতিটি শিল্পীকে তার ব্যবসায়িক উৎপাদনে আগামীতে প্রয়োজনীয় ঋণ দিয়ে সহায়তার বিষয়ে জেলা শিল্পকেন্দ্র সহায়তা করবে। সাংসদের তরফে আগামীতে উৎপাদিত সামগ্রীর বাণিজ্যিক বিকাশে সহায়তা করা হবে। এরকম আরও ১০ রকমের বিভিন্ন প্রশিক্ষণ রায়গঞ্জ লোকসভা ক্ষেত্রে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন প্রশিক্ষকদের হাতে শংসাপত্র ও যন্ত্রাংশের কিট তুলে দেন সাংসদ দেবশ্রী চৌধুরী সহ দপ্তরের আধিকারিকরা।