ময়নাগুড়ি: শুকনো গাছ ভেঙে পড়ে গুঁড়িয়ে গেল ময়নাগুড়ির(Maynaguri) তরুণ ব্যায়ামাগার। রবিবার রাতের এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন স্থানীয় এক মহিলা। জানা গিয়েছে, একটি ছোট গাড়িও গাছের নীচে চাপা পড়ে। ব্যায়ামাগারের ঘরটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ভেতরের আসবাবপত্র এবং শরীর চর্চার যন্ত্রপাতিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ময়নাগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের আনন্দনগরপাড়ার লাল বাবার মন্দিরের মাঠে রয়েছে ওই ব্যায়ামাগারটি। লাল বাবা মন্দিরের সামনেই একটি শুকনো বটগাছ ছিল। গতকাল রাতে হঠাৎ বটগাছটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মন্দির কমিটি এবং ব্যায়ামাগারের কমিটি সোমবার সকালে সদস্যদের নিয়ে একটি সভা করে। সেখানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারীও। দুই কমিটির সদস্যদের নিয়ে মোট ৮ সদস্যের আলাদা একটি কমিটি গঠন করা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গাছটি বিক্রি করে যে টাকা মিলবে তা দিয়েই জায়গা পরিষ্কার করে ব্যায়ামাগারের ঘর নির্মাণের কাজ শুরু করা হবে। তারপর নতুন এই যৌথ কমিটির উদ্যোগেই তরুণ ব্যায়ামাগারকে ফের সাজিয়ে তোলা হবে।
আরও পড়ুন : বরযাত্রীর পোড়ানো বাজির আগুনে জখম ১, পুড়ে ছাই তিনটি ঘর