ওদলাবাড়ি: নবীন প্রজন্মের কাছে ট্রেকিংকে জনপ্রিয় করে তুলতে শিলিগুড়ি কলেজের একদল পড়ুয়াকে নিয়ে একদিনের ট্রেকিং আয়োজন করা হল ওদলাবাড়িতে (Odlabari)। ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ান ইকোলজিকাল কনজারভেশন ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার পাথরঝোরা চা বাগান পেরিয়ে কালিম্পং জেলার পাহাড়ি এলাকা নোয়াম বস্তিতে এই ট্রেকিংয়ের আয়োজন করা হয়। শিলিগুড়ি কলেজের শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক পীযূষ বর্মনের নেতৃত্বে ৪০ জন কলেজ পড়ুয়ার একটি দল অভিযানে অংশ নেয়। আয়োজকদের তরফে হিমালয়ান ইকোলজিকাল কনজারভেশন ফাউন্ডেশনের সম্পাদক অসিত দত্ত জানিয়েছেন, ট্রেকিংকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি নবীন প্রজন্ম যাতে পরিবেশকে আরও গভীরভাবে জানতে ও বুঝতে পারে সেই উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। অভিযান শেষে পড়ুয়াদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: Chalsa News | বেহাল উপস্বাস্থ্যকেন্দ্র সংস্কারের দাবি