সাগর বাগচী, শিলিগুড়ি : দিল্লিতে একটি ফাস্ট ফুড সংস্থার ডেলিভারি বয় করোনায় আক্রান্ত হওযার খবর সব জায়গায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে অনেকেই আতঙ্কিত। ঘটনার প্রভাব পড়েছে শহর শিলিগুড়িতেও। লকডাউনের মধ্যে খাবার ডেলিভারির বিষয়টিকে ছাড় দেওযা হয়েছিল। লকডাউনের পরও অনলাইনে খাবার অর্ডার করার ক্ষেত্রে সেভাবে ভাটা পড়েনি। কারণ শিলিগুড়ি শহরের একটি বড় অংশের মানুষ হোম ডেলিভারি করা খাবারের ওপর নির্ভর করে থাকেন। কিন্তু খোঁজ নিয়ে দেখা গিয়েছে, শেষ দুই-একদিনে শিলিগুড়িতে অনলাইনে খাবার অর্ডার অনেকটাই কমে গিয়েছে। শহরজুড়ে যেখানে প্রায় প্রতিদিন ডেলিভারি বয়দের ব্যস্ততা চোখে পড়ত, সেখানে ওই কর্মীদের শেষ কয়েকদিন শহরের রাস্তায় খুব কম দেখা যাচ্ছে। অনলাইনে অর্ডার না থাকার ফলে চরম সমস্যায় পড়েছেন শিলিগুড়ির কয়েকশো হোম ডেলিভারি বয়। শান্তিনগরের বাসিন্দা মিন্টু চৌধুরী নামে এক ডেলিভারি বয় বলেন, আমাদের মাইনের কোনও সিস্টেম নেই। যতগুলি ডেলিভারি করি তার ওপর ইনসেনটিভ পাই। লকডাউন ঘোষণা হওযার পরও ডেলিভারি করে একদিনে প্রায় পাঁচশো টাকা পর্যন্ত ইনসেনটিভ পেয়েছি। কিন্তু দিল্লির ঘটনা সামনে আসার পর মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। দু’দিনে মাত্র দেড়শো টাকা ইনসেনটিভ এসেছে। আমি যা টাকা আয় করি, তাই দিয়ে মূলত সংসার চলে। বর্তমান অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত। শিলিগুড়ির ঝংকার মোড়ের বাসিন্দা গোপাল মহুরি বলেন, আমরা সব ধরনের সুরক্ষা মেনে খাবার ডেলিভারি করি। সারাক্ষণই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করি। হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে থাকে। কিছুক্ষণ পরপর স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিই। তাছাড়া আমরা যেখানে গিয়ে খাবার ডেলিভারি করি, সেখানে ক্রেতাদের বাড়ির সামনে পৌঁছে খাবার সামগ্রী রেখে তার ছবি তাঁদের হোযাটসঅ্যাপ কিংবা মেলে দিয়ে দিই। সেটা দেখে ক্রেতারা বাইরে এসে খাবার নিয়ে চলে যান। এক্ষেত্রে তাঁদের সঙ্গে আমাদের কোনও সংস্পর্শ হয় না। ক্রেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শ এড়াতে আমাদের সংস্থা নগদে লেনদেন বন্ধ করে দিয়েছে। প্রত্যেক ক্রেতার কাছে আগেই আমরা দূরত্ব বজায় রাখার আবেদন করি। সর্বক্ষেত্রেই আমরা কমপক্ষে পাঁচ থেকে ছয় ফুটের দূরত্ব বজায় রাখি। এই অবস্থায় সংক্রমণ এড়িয়ে চলার জন্য আমরা বদ্ধপরিকর। কিছু ক্রেতা রয়েছেন, যাঁরা হাতে হাতে সামগ্রী নিতে চান, তাঁদেরও আমরা দূরত্ব বজায় রাখতে বলি। ক্রেতাদেরও এইক্ষেত্রে সচেতন হওয়া জরুরি।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুর ঘটনায় উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
শিলিগুড়িঃ চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনা ঘটল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে এই ঘটনায় তোলপাড় হল মেডিক্যাল কলেজ...
Read more