ওয়াশিংটন, ১৭ মার্চঃ আমেরিকায় নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম ট্রায়াল শুরু হয়েছে। সোমবার সিয়াটেলের এক রোগীর উপর পরীক্ষামূলক এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। রোগীর উপর নজর রাখা হচ্ছে। এই ভ্যাকসিন কতটা নিরাপদ তা খুঁজে বের করাই প্রথম লক্ষ্য। এর পরবর্তী সময়ের গবেষণাগুলি নির্ধারণ করবে পরীক্ষামূলক ভ্যাকসিনটি কতটা কাজে দেবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেক্সাস ডিজিজ-এর ডিরেক্টর ডঃ অ্যান্টনি ফৌসি জানিয়েছেন, রেকর্ড গতিতে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। একটি পরীক্ষামূলক ভ্যাকসিনের এত দ্রুত তৈরির বিষয়টি নজিরবিহীন।
ইনস্টিটিউটের অন্য এক আধিকারিক জানিয়েছেন, এই পরীক্ষামূলক ভ্যাকসিনটি ৪৫জন প্রাপ্ত বয়স্কদের দেহে প্রয়াগ করা হবে। ইতিমধ্যেই তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে এমআরএনএ-১২৭৩। আলাদা করে আরও ১৫ জনের মধ্যে এই ভ্যাকসিনের তিনটি ডোজ পরীক্ষা করা হবে। ভ্যাকসিনটি প্রয়োগ করার পর শরীরে কোনও ক্ষতি হচ্ছে কিনা এবং এটি অ্যান্টিবডি তৈরি করতে পারছে কিনা তাও দেখা হবে। সোমবার চারজনকে এই টিকা দেওয়া হয়েছিল। মঙ্গলবার আরও চারজনকে এই টিকা দেওয়া হবে।