জয়গাঁ: জয়গাঁ গোটিবাড়ি ফুটবল ময়দানে শনিবার ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের তরফে ট্রায়াল গেমের আয়োজন করা হয়। জয়গাঁ ফুটবল ক্লাব এবং দলসিংপাড়া স্পোর্টস আকাদেমির অনুর্ধ্ব ১৭ বিভাগের ২৫০ জন ফুটবল খেলোয়ার এই ট্রায়াল ম্যাচে অংশ নেন। সিলেক্টর হিসেবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বিশিষ্ট ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় ও মিহির বসু। ট্রায়াল ম্যাচের গ্রাউন্ড কোচ বিমল মুখিয়া জানান, ২০০৫, ২০০৬, ২০০৭ সাল হিসেবে অনুর্ধ্ব ১৭ বছর বয়সি কিশোরদের ফুটবল ট্রায়াল ম্যাচ হল। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বিশিষ্ট ফুটবলার খেলোয়াররা এসেছিলেন। এখানে যারা ভালো খেলবেন তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হবে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
আরও পড়ুনঃ হলদিবাড়িতে বেহাল রাস্তার সংস্কার শুরু