রায়গঞ্জ: রাস্তার সংস্কার ও নতুন কালভার্টের দাবিতে অবরোধে শামিল হলেন আদিবাসীরা। রায়গঞ্জ(Raiganj)-বিন্দোল রুটের মোহিনীগঞ্জের ঘটনা। বৃহস্পতিবার সকাল থেকে অবরোধ শুরু করে আদিবাসী স্কুলপড়ুয়া ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, মোহিনীগঞ্জ থেকে বলাইগাও পর্যন্ত একদিকে বেহাল রাস্তা, অন্যদিকে কালভার্টের অবস্থা শোচনীয়। বেহাল কালভার্টের উপর দিয়ে ভারী যানবাহন চলছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও বেহাল রাস্তা ও সেতুর কাজ না হওয়ায় এদিন তির-ধনুক নিয়ে অবরোধে শামিল হন গ্রামবাসীরা। অবরোধের জেরে রায়গঞ্জ-বিন্দোল রুটের সমস্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, জয়েন্ট বিডিও এবং ভাটল পুলিশ ফাঁড়ির পুলিশ। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত অবরোধ তোলা যায়নি। নতুন কালভার্ট তৈরি করে দেওয়া না পর্যন্ত অবরোধ চলবে বলে জানান গ্রামবাসীরা।
উল্লেখ্য, বলাইগাঁও, কান্তর, ভগৎগাঁও, মহীপুর, বালুকপাড়া, মোহিনীগঞ্জ সহ একাধিক গ্রামের ভরসা ওই রাস্তা। স্থানীয়দের বক্তব্য, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। যাতায়াতের ক্ষেত্রে সমস্যা আরও বড় আকার নেয় বর্ষার সময়। এলাকার পড়ুয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে, মুমূর্ষু রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয়। এদিন কয়েক হাজার মানুষ অবরোধে শামিল হন। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস কুমার ঘোষ বলেন, ‘জল প্রকল্পের কাজের জন্য পিএইচই-র পাইপ নিয়ে বলাইগাঁও যাওয়ার পথে কালভার্টের একটা অংশের ক্ষতি হয়। গ্রামবাসীদের দাবি, পুরোনো কালভার্টের পরিবর্তে নতুন কালভার্ট তৈরি করে দিতে হবে। একদিনেই তো নতুন কালভার্ট তৈরি করে দেওয়া যাবে না, সময় দিতে হবে।‘
আরও পড়ুনঃ ‘বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করেন না’, শিলিগুড়ির সভায় তোপ চন্দ্রিমার