উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলের লড়াইয়ের পাশাপাশি মাওবাদী সমস্যার কাহিনি নিয়ে আসছে ‘ইস্কাবন’ (Iskabon)। রাধামাধব মণ্ডলের গল্প অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক মনদীপ সাহা। জঙ্গলমহলের বাসিন্দাদের এই ছবি দেখার সুযোগ করে দেওয়ার আর্জি নিয়ে নবান্নে দরবার করতে চান আদিবাসীরা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে চান তাঁরা। আদিবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছবির নায়ক সৌরভ দাস। সিনেমা দেখার অধিকার সকলের আছে, এমনটাই মনে করেন এই টলিউড তারকা। তিনি বলেন, ‘সিনেমা শুধুমাত্র শহরের দর্শকদের জন্য তৈরি হয় না। তা বাংলার প্রত্যেক প্রান্তে পৌঁছে দেওয়া উচিত।’ বিশেষ করে ‘ইস্কাবন’ -এর মতো সিনেমা। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস, সঞ্জু এবং অনামিকা চক্রবর্তী। আগামী ১৭ জুন সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ইস্কাবন’।
নন্দনে দেখানো হবে বালুরঘাটের শর্ট ফিল্ম ‘আয়াম’
বালুরঘাট: কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বালুরঘাটে নির্মিত শর্ট ফিল্ম ‘আয়াম’। মঙ্গলবার বালুরঘাট(Balurghat) পুরসভার সুবর্ণতট হলঘরে...
Read more