ডিজিটাল ডেস্কঃ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। ভাষা দিবস উপলক্ষে আজকে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি ভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পোষ্ট করেছেন। শুভেন্দু অধিকারী যেরকম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বর্গীয় রাজেশ সরকার এবং সূর্য তাপস বর্মন ভাইদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, সেভাবে দিলীপ ঘোষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভাষা দিবস পালন হচ্ছে বাংলাদেশেও।
আরও পড়ুনঃ